মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) বাংলা আকাদেমির বিশেষ পুরস্কার (Bangla Academy Awards) দেওয়া নিয়ে বিতর্ক। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন শিল্পী শুভাপ্রসন্ন (Subhaprasanno)। তাঁর দাবি, রবীন্দ্রনাথ বেঁচে থাকলে মমতাকে পুরস্কার দিতেন তিনি নিজেই। যারা পুরস্কার দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁদেরকে সমালোচনা করলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। চাটুকারিতা নিয়ে শিক্ষাবিদ পবিত্র সরকারকেও কটাক্ষ করেন তিনি।
শুভাপ্রসন্নের দাবি, কিছু মানুষ ঈর্ষাকাতর হয়ে পদত্যাগ করছেন বা লেখালিখি করছে। বাঙালি চরিত্রগত ভাবে মানুষ হয়ে ওঠেনি। কাঁকড়ার জাত। মূল্যায়ণ যারা করছেন, তারা কি জীবনে বেঁচে থাকার মতো কাজ করেছেন! শুভাপ্রসন্নের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনও কিছু চুরিচামারি করেননি। ভিতরের আবেগ বোধকে তিনি তাঁর মতো করে তাঁর ভাষায় লিখেছেন। এই ভাষা রবীন্দ্রনাথ, সুকুমার বা নজরুলের ভাষা নয়। এ ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব। এতে দোষের কিছু নেই।
আরও পড়ুন: স্বাস্থ্যসাথী কার্ড না নিলে আইনি ব্যবস্থা, হাসপাতালগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায়কে আকাদেমির বিশেষ পুরস্কার দেওয়া নিয়ে শিক্ষাবিদ পবিত্র সরকারকেও আক্রমণ করেছেন শুভাপ্রসন্ন। বাংলা আকাদেমির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে বুধবারই একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন পবিত্র সরকার। এই প্রসঙ্গে শুভাপ্রসন্ন জানান, কে চাটুকারিতা করেছে কিনা, সেটা ভাবা উচিত নয়। যেন পৃথিবীতে কখনও চাটুকারিতা হয়নি। তাঁর দাবি, "ভাবতে হয় বুড়োখোকাদের নিয়ে। এই পবিত্রবাবু-টাবুরা। এত জ্ঞানী কিন্তু এরা বুড়োখোকা রয়ে গেলেন। একসময় জাপানে গেলে বুদ্ধবাবুকে সিগারেচ কিনে দিতে। এখন একটু অন্যরকম হয়ে গিযেছেন। এরা তো সত্যিই জ্ঞানী। কিন্তু মধ্যমানসিকতার জ্ঞানী। এই দুটোয় তফাৎ আছে।"