রাজ্যের ডিএ আন্দোলনকারীদের মঞ্চে ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সকালে ওই মঞ্চে থাকা অনশনকারীদের সঙ্গে দেখা করলেন বিজেপি বিধায়ক। পরামর্শ দিলেন আগামী দিনে নবান্ন অভিযান করার জন্য। দাবি করেছেন, তিনি তাঁদের পাশে থাকবেন।
এদিন সকালে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষ্যে ধর্মতলায় একটি মিছিল করেন শুভেন্দু। সেই মিছিল থেকেই চলে যান ডিএ আন্দোলনকারীদের মঞ্চে। তাঁর অভিযোগ, দুর্নীতিতে ডুবে রয়েছে রাজ্য। আর সেখানে দাঁড়িয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশের সঙ্গে বিরূপ ব্যবহার করা হচ্ছে।
যদিও রাজ্য জানিয়েছে, ইতিমধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে। নতুন করে ১০ শতাংশ ডিএ পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। এই অবস্থাতেও শুভেন্দুর দাবি, ডিএ আন্দোলনকারীদের কিছু হয়ে গেলে, তিনি সরকারকে ছেড়ে কথা বলবেন না।