জলপাইগুড়ির ত্রাণের কাজ যেন ভোটের ইস্যু না হয়। এলাকা পরিদর্শনের আগে রাজ্যের সব রাজনৈতিক দলের কাছে এই অনুরোধ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সোমবার ঘটনাস্থল দেখতে কলকাতা ছাড়েন শুভেন্দু। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ মতোই ওই এলাকায় রয়েছেন তাঁদের নেতা কর্মীরা।
জলপাইগুড়ির ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গতদের পাশে থাকতে বিজেপির কর্মীদের অনুরোধ করেছেন তিনি। রবিবার ঘটনার পর দুর্গতদের সাহায্যে কাজ শুরু করেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। ছিলেন ওই এলাকার বাকি বিধায়করাও।
কলকাতায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, নির্বাচনী বিধি জারি হওয়ায় জনপ্রতিনিধি হিসাবে এই ঘটনায় তাঁর খুব বেশি কিছু একটা করার নেই। তবে, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে সরকারের উপর এই নিয়ম প্রযোজ্য হয় না বলেই দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা।