ষড়যন্ত্র তত্ত্বে খারিজ হয়ে গেল স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের জামিনের আবেদন। তাঁর আইনজীবী তমাল মুখোপাধ্য়ায় জানিয়েছেন, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত গ্রেফতার সুবীরেশ ভট্টাচার্যকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। স্কুল সার্ভিসে দুর্নীতি মামলায় সোমবার গ্রেফতার করা হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যকে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করে সিবিআই।
আদালতে এদিন সিবিআই দাবি করে, রাজ্য়ে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তার অনেকটা সময় সুবীরেশই ছিলেন এসএসসি-র চেয়ারম্যান পদে। অথচ তাঁর কাছে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সদুত্তর পাওয়া যাচ্ছে না। তিনি তদন্তকেও বিপথে চালিত করার চেষ্টা করছেন। যদিও এর পাল্টা সুবীরেশের আইনজীবী আদালতকে জানান, নিয়োগ দুর্নীতিতে বড় মাথাদের বাঁচাতে বলি দেওয়া হচ্ছে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে।
সুবীরেশ নিজেও বার বার জানিয়ে এসেছেন, তাঁর আমলে এসএসসি নিয়োগে পদ্ধতিগত কিছু ত্রুটি থাকলেও কোনও দুর্নীতি হয়নি। কিন্তু তার পরও সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে। সোমবার তাঁকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই। গত ২৪ অগস্ট তাঁর শিলিগুড়ির দফতরে এবং ২৫ অগস্ট কলকাতার বাঁশদ্রোণীর ফ্ল্যাটে তল্লাশি অভিযানও চালানো হয়। সিবিআই সূত্রে খবর, ওই ফ্ল্যাট থেকে এসএসসি নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়। কিন্তু সোমবার এসএসসি নিয়োগ সংক্রান্ত প্রশ্নে সুবীরেশের জবাবে সিবিআই আধিকারিকরা সন্তুষ্ট হননি বলে সূত্রের খবর।