শনিবার তৃণমূলের কোর কমিটির বৈঠকে আবেগতাড়িত হয়ে পড়লেন সুব্রত বক্সী। সভার প্রথম বক্তা হিসেবে রাজ্য সভাপতি হিসেবে অভিষেকের নাম প্রস্তাব করেন তিনি। সর্বভারতীয় স্তরেও থাকুন অভিষেক। এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন অভিষেক নিজেই। সুব্রত বক্সীর প্রস্তাবে সায় দেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি সফল ভাবে সম্পূর্ণ করেছেন। ছোট থেকে দেখে এসেছেন অভিষেককে। শনিবার কালীঘাটের মেগা বৈঠকে তাই সরাসরি তাঁর নাম রাজ্য সভাপতি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাবিত করেন। কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, পঞ্চায়েতের পরবর্তী অ্যাকশনের কথা বলতে হবে তাঁকে। সেখানেই প্রসঙ্গের ইতি হয়ে যায়।
আরও পড়ুন: নির্দলদের প্রতি কড়া মনোভাব, প্রতিরোধের পাল্টা প্রতিবাদ, পঞ্চায়েতের আগে বার্তা মমতার
সুব্রত বক্সী এদিন আবেগতাড়িত হয়ে পড়েন সভায়। তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় চার-পাঁচটি প্রজন্ম তৈরি করে দিয়ে গিয়েছেন। উনি দীর্ঘায়ু হোন। আমরা না থাকলেও দল যোগ্য হাতে থাকবে। অভিষেকের নবজোয়ার যাত্রা তা প্রমাণ করে দিয়েছে। ওকে আমি অকুণ্ঠ শুভেচ্ছা ও আশীর্বাদ জানাই।"