Sudipta Chakraborty : কাঞ্চনের বিতর্কিত মন্তব্য, সরকারের পুরস্কার ফেরাচ্ছেন সুদীপ্তা, স্যালুট স্বস্তিকার

Updated : Sep 04, 2024 09:59
|
Editorji News Desk

তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের পুরষ্কার 'ফিরিয়ে'দেওয়ার খোঁচা হজম করতে পারছেন না টলিপাড়ার শিল্পীরা । একের পর এক শিল্পী পুরস্কার ফেরাচ্ছেন । নাট্যকার চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের পর এবার সেই তালিকায় নতুন সংযোজন সুদীপ্তা চক্রবর্তী । বন্ধু কাঞ্চন-কে আগেই ত্যাগ করার কথা জানিয়েছিলেন, এবার ১১ বছর আগে পুরস্কারও তিনি ত্যাগ করতে চান । ২০১৩-তে রাজ্য সরকারের থেকে পাওয়া একটি পুরস্কার ফেরত পাঠাচ্ছেন অভিনেত্রী । ইতিমধ্যেই তথ্য-সম্প্রচার মন্ত্রকে ই-মেল করেছেন সুদীপ্তা । সেই ইমেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুরস্কার ফেরানোর সিদ্ধান্তের কথা জানালেন তিনি । সুদীপ্তার একটাই বক্তব্য, 'আপোষ করিনি । আপোষ করব না ।'

২০১৩ সালে রাজ্য সরকারের তরফে তাঁকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছিল । সেই সম্মান ফেরৎ পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে ই-মেইলে । একইসঙ্গে পুরস্কারমূল্য বাবদ যে ২৫ হাজার টাকা পেয়েছিলেন, সেটাও ফেরত পাঠানোর পদ্ধতি জানতে চেয়েছেন ই-মেইলে । মেইলের একটি স্ক্রিনশটও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় । সেখানে লেখা, 'আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ২০১৩ সালে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দফতর কর্তৃক আমাকে সিনেমায় অবদানের জন্য বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছিল, কিন্তু সেই সম্মান আমি ফেরত দিতে চাই । স্যার, আমি সিনেমা ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ৩০ বছর ধরে কাজ করছি। আমি মাননীয় রাষ্ট্রপতির থেকে ২০০০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম। কিন্তু নিজের রাজ্য সরকারের কাছ থেকে সম্মান পাওয়া আমার কাছে একই রকম গর্বের বিষয় ছিল।...কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতিতে, গত ১লা সেপ্টেম্বর তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিক যে মন্তব্য় করেছেন তার প্রেক্ষিতে আমি এই সম্মান ফেরত দিতে চাই। '

ইমেইলের স্ক্রিনশটের ক্যাপশনে সুদীপ্তা লিখেছেন, 'আপোষ করিনি। আপোষ করবো না। ভেবেছিলাম সরকারি পুরস্কার আমার যোগ্যতার জন্য দেওয়া হয়েছিল । পরশু রাতে মাননীয় বিধায়ক যখন দাবি জানালেন রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার, সিদ্ধান্ত তখনই নিয়ে নিয়েছিলাম। ইমেল ঠিকানা পেয়ে চিঠিটা পাঠাতে একটু দেরি হল।' বিষয়টা সোশ্যাল মিডিয়ায় জানাবেন না ভেবেছিলেন, তবে স্বস্তিকা মুখোপাধ্যায় সাহস দেওয়ায় তিনি এই খবরটা সবাইকে জানালেন । স্বস্তিকাও সুদীপ্তার পুরষ্কার ফেরত দেওয়ার বিষয়টি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন । 

সুদীপ্তার আগে ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্ষীয়ান নাট্যকার চন্দন সেন। পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির তরফে পাওয়া সেরা নির্দেশকের পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও । 

কী বলেছিলেন কাঞ্চন ?

কোন্নগরে মহিলা তৃণমূলের ধর্নায় এসে উত্তরপাড়ার বিধায়ক অভিনেতা বলেন, সব প্রতিবাদে সিজিও অভিযান না হয়ে নবান্ন অভিযান, লালবাজার অভিযান হচ্ছে কেন? আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের দিকে আঙুল তোলা তারকাদের উদ্দেশে কাঞ্চন প্রশ্ন ছুড়ে দেন, যারা প্রতিবাদ করছেন, তাঁরা সরকারি পুরস্কার ফিরিয়ে দেবেন তো? চিকিৎসকদের কর্মবিরতি নিয়েও একই রকমের প্রশ্ন কাঞ্চনের, তাঁরা বেতন নেবেন তো? কাঞ্চনের এই মন্তব্যের জেরে তুমুল বিতর্ক তৈরি হয়। সাধারণ মানুষ, চিকিৎসক থেকে কাঞ্চন মল্লিকের টালিগঞ্জের সহকর্মী, মুখ খোলেন অনেকেই। পরে তাঁর এই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন কাঞ্চন ।

sudipta chakraborty

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি