অফিস টাইমে মেট্রো রেলে ঝাঁপ এক ব্যক্তির। তার জেরে ডাউন লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। বুধবার সকাল ১০টা নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে এক ব্যক্তি চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। ইতিমধ্যে ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
সপ্তাহের ব্যস্ত দিনে অফিস টাইমে এমন ঘটনার জেরে মেট্রো চলাচল ব্যাহত হয়েছে। দক্ষিনেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত এবং টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল করছে। আপ লাইনে অবশ্য সারাক্ষণই পরিষেবা স্বাভাবিক ছিল।
মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।