মমতা বন্দ্যোপাধ্যায় নন, শহরের পূর্ব থেকে পশ্চিম প্রান্তে মেট্রো চালু করার প্রথম পরিকল্পনা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। শিয়ালদহ মেট্রোর উদ্বোধনের আমন্ত্রণ নিয়ে বিতর্কের মাঝেই কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty)। তিনি জানান, এই ভুল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) থেকেই শিখেছে দিল্লি।
এদিন সুজন চক্রবর্তী বলেন, "শিয়ালদহ থেকে সেক্টর ৫ মেট্রো, ভাল খবর। বামফ্রন্ট আমলে বুদ্ধবাবুই মানুষের সুবিধার কথা ভেবে এই প্রকল্প পরিকল্পনা করেন। এখনকার মুখ্যমন্ত্রী, তখনকার রেলমন্ত্রী অনেক কথা ভুলে গিয়েছেন। তাই যে প্রকল্প নিয়ে তর্ক চলছে, সেটা বুদ্ধবাবুর প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। এখন ওরা মিথ্যা কথা বলছে। তৃণমূল তো অনেক কিছু ঘেঁটে গিয়েছিল। লাইন, রুট সব।"
আরও পড়ুন: স্মৃতির বিরুদ্ধে কোভিড বিধি ভাঙার অভিযোগ তৃণমূলের, পাল্টা জবাব বিজেপির
শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না করায় প্রতিবাদ করে তৃণমূল। এই নিয়েও কটাক্ষ করেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, "এই উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হলে ভাল হত। আমরাও সেটাই চাই। কিন্তু উনি যখন রেলমন্ত্রী ছিলেন, উনিও বুদ্ধবাবুকে আমন্ত্রণ জানাননি। বাদ দিয়ে অনুষ্ঠান করেছিলেন। এই ভুলটা দিল্লি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই শিখেছেন।"
প্রসঙ্গত,রবিবার রাতে মুখ্যমন্ত্রীকে মেট্রো উদ্বোধন নিয়ে আমন্ত্রণপত্র পাঠায় কেন্দ্র। সোমবার দিনভর এনিয়ে তীব্র নিন্দা করেছে তৃণমূল। শেষ মুহূর্তে আমন্ত্রণপত্র পেলেও, মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে আসেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী উদ্বোধনের আগেই উত্তরবঙ্গ রওনা হয়ে যান মুখ্যমন্ত্রী।