'পুলিশ তৃণমূলের নেতাদের ঘিরে থাকে। পুলিশ নিজের কাজ করে না। তৃণমূলের হয়ে দালালি করছে'। চাকরিপ্রার্থীর হাতে পুলিশকর্মীর কামড়ের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করে এমনটাই বললেন সিপিএমের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty। তাঁর কথায়, পুলিশ নিজের কাজটুকু করুক। কিন্তু সেটা না করে পুলিশ তৃণমূল-কংগ্রেসের কথায় চলছে। চাকরি প্রার্থীদের হেনস্তা করছে।
বুধবার সকালে ২০১৪ সালের টেট পরীক্ষার্থীরা শিয়ালদহে জমায়েত শুরু করেন । সেখান থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে ধর্মতলা, এক্সাইড মোড়ে জমায়েত করেন । টেট প্রার্থীদের বিক্ষোভ আটকাতে সবরকমের প্রস্তুতি নিয়েছিল পুলিশও ।
টেট প্রার্থীদের আন্দোলনে পুলিশ বাধা দিতেই রণক্ষেত্রের চেহারা নেয় । দ্রুত নিয়োগের দাবিতে রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। এরপর শুরু হয় ধরপাকড়। এক চাকরিপ্রার্থীকে কামড়ে দেওয়ার অভিযোগ ওঠেমহিলা পুলিশের বিরুদ্ধে।