দীর্ঘ টালবাহানার পর অবশেষে 'কালীঘাটের কাকু'-র কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হল । বুধবার রাতেই এসএসকেএম থেকে প্রায় পাঁচ মাস পর বের করা হয় সুজয়কৃষ্ণ ভদ্রকে । অ্যাম্বুল্যান্সে করে তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে খবর । ইডি সূত্রে জানা গিয়েছে, রাত ৩টে ২০ নাগাদ কালীঘাটের কাকুকে আবার এসএসকেএম হাসপাতালে ফেরত আনা হয়েছে ।
জানা গিয়েছে, বুধবার রাতে জোকা হাসপাতালে যাওয়ার পর প্রথমে সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক কিছু পরীক্ষা হয় । আলাদা ঘরে রাখা হয়েছিল তাঁকে । ইকো-প্রুফ রুম তৈরি রাখা হয়েছিল হাসপাতালে । ইডি সূত্রে খবর, একাধিকবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে সুজয় ভদ্রের। সেই সময় উপস্থিত ছিলেন চোখ-কান-গলা বিশেষজ্ঞরাও ।
নিয়োগ মামলার তদন্তে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কাকু-র কন্ঠস্বরের নমুনা পরীক্ষার পর জানা যেতে পারে নিয়োগ দুর্নীতিতে আসল মাথা কে । আদালতের তরফেও স্বরের নমুনা রেকর্ড করার নির্দেশ দেওয়া হয় ।