নিয়োগ দুর্নীতি তদন্তে এবার সুজয়কৃষ্ণ ভদ্রকে নিজাম প্যালেজে তলব করল সিবিআই। সিবিআইয়ের সমন পেয়েই নিজাম প্যালেজে হাজিরা দিয়েছেন কালীঘাটের কাকু বলে খ্যাত সুজয়কৃষ্ণ। সঙ্গে নিয়ে গিয়েছেন দুই আইনজীবীকে। তাপস মণ্ডল থেকে কুন্তল ঘোষ - নিয়োগ দুর্নীতির ঘটনায় সবার মুখেই উঠে এসেছিল সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর কথা। সেই ঘটনাতেই এদিন তাকে তলব করল সিবিআই।
মঙ্গলবার রাতেই সুজয়কৃষ্ণকে নোটিস পাঠিয়েছে সিবিআই। এদিন নিজাম প্যালেসে ঢোকার মুখে তিনি জানান, বাড়িতে স্ত্রী অসুস্থ। তারপরেও তিনি এসেছে। এরপরেও তাঁকে হয়তো শুনতে হবে তিনি অসহযোগিতা করেছেন। বেলা ১১টায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই নিজাম প্যালেসে চলে এসেছিলেন কালীঘাটের কাকু।
নিয়োগ দুর্নীতির তদন্ত জাল যত বাড়তে থাকতে, ততই তাতে ধরা পড়ে গভীর জলের মাছ। তাদের জেরা করেই উঠে আসে কালীঘাটের কাকুর নাম। নিয়োগ দুর্নীতির ঘটনায় কালীঘাটের কাকুর নাম প্রথম সামনে এনেছিলেন গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়।