হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। শনিবার গভীর রাতে তাঁকে ভর্তি করা হয় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে হাসপাতালেই রয়েছেন তিনি। রবিবারই তাঁকে ছাড়া হতে পারে বলে খবর।
জানা গিয়েছে, শনিবার সন্ধে থেকেই অসুস্থ বোধ করছিলেন সুজিত বসু। পেটের সমস্যা দেখা দেয়। তবে স্বাভাবিক খাওয়া দাওয়া করেছিলেন। রাতে সমস্যা বাড়ে। তখনই তড়িঘড়ি মন্ত্রীকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেয় পরিবার। শনিবার রাত প্রায় তিনটে নাগাদ তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সঙ্গে সঙ্গে শুরু হয় চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সুস্থ রয়েছেন সুজিত বসু। তবে আপাতত কয়েকটা দিন চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে মন্ত্রীকে।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছিলেন দমকল মন্ত্রী। চলতি বছরে ফের করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। মৃদু উপসর্গ থাকায় হোম আইসোলেশনে ছিলেন তিনি।