পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে শুক্রবার দিনভর শ্রীভূমিতে দমকল মন্ত্রী সুজিত বোসের বাড়িতে তল্লাশি ইডির। প্রায় ১৪ ঘণ্টা অভিযান শেষে বেরোয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বাড়ি থেকে বেরোনোর পর নিজেও বাইরে আসেন সুজিত বোস।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কর্মক্ষেত্রে তিনি এক পয়সা নেননি। কেউ বললে তিনি নিজেই পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন।
এদিকে বরাহনগরের বিধায়ক তাপস রায়ের বাড়িতেও ১০ ঘণ্টা তল্লাশি চালায় ইডি। বিধায়ক তারপর জানান, ইডি যে কারণে আসে, সেই কারণেই এসেছিল। তিনি রাজনীতিতে না থাকলে আসত না। তাঁর মতে, "রাজনৈতিক জীবনে কখনও দুর্নীতির সঙ্গে ছিলাম না। আজও নেই। আমায় পুরনো, নতুন সব সাংবাদিকরা চেনেন। আপনারা কিছু দিন অপেক্ষা করুন। চাইলে তদন্তমূলক সাংবাদিকতা করেও বার করতে পারেন।"