দিল্লিতে মোদীর শপথের আগেই রাজ্য বিজেপিতে পালা বদলের ইঙ্গিত। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে একাংশের দাবি, বাংলার রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সরানো হতে পারে সুকান্ত মজুমদারকে। দিল্লিতে নিজেও একথা স্বীকার করেছেন বালুরঘাটের বিজেপি সাংসদ। প্রশ্ন সুকান্ত পরবর্তী বঙ্গ বিজেপির নেতা কে ? রাজনৈতিক মহলের দাবি, দৌড়ে ফের উঠে আসছে সেই দিলীপ ঘোষের নাম। যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিলমোহর বসাবেন জেপি নাড্ডা ও অমিত শাহরা।
সূত্রের খবর, মোদী মন্ত্রিসভায় এবার জায়গা পাচ্ছেন সুকান্ত মজুমদার। বাংলা থেকে তাঁর সঙ্গী হতে পারেন আর এক বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। দিল্লিতে শপথ অনুষ্ঠানের আগে সুকান্ত জানিয়েছেন, যেদিন তিনি বঙ্গ বিজেপির সভাপতির চেয়ারে বসেছিলেন, সেদিই তিনি জানতেন তাঁকে সরে যেতে হবে।
রাজনৈতিক মহলের দাবি, দিলীপ ঘোষ পরবর্তী সময়ে বঙ্গ বিজেপিতে নেতা হিসাবে আনা হয়েছিল সঙ্ঘ পরিবারের সদস্য অধ্যাপক সুকান্ত মজুমদারকে। কিন্তু স্ট্রাইক রেটে দিলীপের থেকে অনেক পিছিয়ে তিনি। পঞ্চায়েত, পুরসভা ভোটের পর লোকসভা ভোটেও তাঁর নেতৃত্বে বাংলায় অনেকটাই পিছিয়ে পদ্মশিবির।