কী লুকোতে চাইছেন মুখ্যমন্ত্রী ? নবান্ন বৈঠক ভেস্তে যাওয়ার পর এই প্রশ্ন রাজ্য বিজেপির সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। সুকান্তর অভিযোগ, ভয় পেয়েছেন বলেই জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক লাইভ করতে দেননি মুখ্যমন্ত্রী। ধর্মতলার ধরনা মঞ্চ থেকে তিনি জানিয়েছেন, ওই বৈঠকে অনেক প্রশ্নই উঠতে পারত। আর লাইভ হলে, তাতে বিড়ম্বণার মুখে পড়তে হত মুখ্যমন্ত্রীকে। তাই নিজের বিপাক এড়াতেই জুনিয়র ডাক্তারদের এই দাবি করে খারিজ করে দিয়েছে রাজ্য সরকার।
যদিও এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খোলা মনে আলোচনার জন্য তিনি সভাঘরে প্রায় ২ ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করেছিলেন। তিনি ভেবেছিলেন, তিন দিন পর এই সমস্যার সমাধান হবে। কিন্তু কেন জুনিয়র ডাক্তাররা বৈঠকে এলেন না, তা তিনি জানেন না।
এদিনও কর্মবিরতি তুলতে জুনিয়র ডাক্তারদের অনুরোধ করেছেন তিনি। ক্ষমাও করে দিয়েছেন। তারপরেও কর্মবিরতির সিদ্ধান্তেই অনড় আরজি করের ঘটনায় রাজ্যের জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষ, রাজ্যবাসী মুখ্যমন্ত্রীকে হাড়ে হাড়ে চিনে গিয়েছে। তাই, ওঁর মুখের কথায় এখন কেউ ভরসা করে না।