রাজ্যের মানুষকে অশান্তিতে উসকানি দিচ্ছেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেদের ১২ ঘণ্টার বাংলা বনধকে সর্বাত্মক দাবি করে এই অভিযোগ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। এই ইস্যুতে ইতিমধ্যেই মমতার বিরুদ্ধে নালিশ ঠুকে তিনি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এমনকী, কেন্দ্রীয় এজেন্সিগুলির কাছে রাজ্য বিজেপি সভাপতির অনুরোধ, তৃণমূল নেত্রীর উপর নজর রাখার।
নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছিল বিজেপি। সুকান্ত মজুমদারের দাবি, এদিনও প্রায় হাজারের বেশি বিজেপি কর্মী, সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। বনধের সমর্থনে রাস্তায় নেমে প্রতিবাদ করতে গিয়ে আহত হয়েছেন আরও অনেকে। তাই বনধ শেষের অনেক আগেই পুলিশকে শুভনন্দন জানিয়েছেন সুকান্ত।
এদিন, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই কর্মীদের পাল্টা ফোঁস করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই বার্তার পরেই একযোগে সরব হয়েছে বিরোধী দলগুলি। মমতা ভয় পেয়েছে বলে দাবি করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
গত আটচল্লিশ ঘণ্টায় পুলিশকে যে ভাবে ব্যবহার করা হয়েছে, তা বাংলাদেশের থেকেও খারাপ বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার ১২ ঘণ্টার বনধের পর বৃহস্পতিবার থেকে আরজি করের ঘটনার প্রতিবাদে ধর্মতলার ওয়াই চ্যানেলে ধরনায় বসছে বিজেপি।