পুজোর আগে স্বস্তি তৃণমূলের। ১৯ জন তৃণমূল নেতা মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি মামলায় ইডিকে পার্টি করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। হাই কোর্টের সেই নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, সম্পত্তি বৃদ্ধিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।
সম্পত্তি বৃদ্ধি মামলায় ইডিকে পার্টি করার নির্দেশ দেয় হাই কোর্ট। রাজ্যের মন্ত্রী স্বর্ণকমল সাহা-সহ একাধিক নেতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন। বৃহস্পতিবার শীর্ষ আদালত ইডিকে পার্টি করার নির্দেশকে খারিজ করে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এই সম্পত্তি মামলায় অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।
সুপ্রিম কোর্টের রায়ের পর তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, সুপ্রিম কোর্টের রায়েই স্পষ্ট, বিজেপির কুৎসার চক্রান্ত ব্যর্থ হল।
প্রসঙ্গত, তৃণমূলের ১৯ জন নেতা ও মন্ত্রীর সম্পত্তি কী হারে বেড়েছে, তা নিয়ে এই মামলা হয় হাই কোর্টে। সম্পত্তি বৃদ্ধি মামলায় আছেন ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মলয় ঘটক, শিউলি সাহার নাম। আছে প্রাক্তন মন্ত্রী অমিত মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে, সুব্রত মুখোপাধ্যায়ও। আছেন শোভন চট্টোপাধ্যায় ও অর্জুন সিংও। নাম আছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়েরও।