অপসারণে 'সুপ্রিম' স্থগিতাদেশ মেলায় কিছুটা আশার আলো দেখেছিলেন মানিক ভট্টাচার্য। কিন্তু গ্রেফতারি মামলায় সেই সুপ্রিম কোর্টেই ধাক্কা খেলেন প্রাক্তন পর্ষদ সভাপতি ও তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার মানিকের আবেদন খারিজ করে দেশের শীর্ষ আদালত জানায়, ইডি হেফাজতেই থাকতে হবে পলাশীপাড়ার তৃণমূল বিধায়ককে।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত মানিককে গ্রেফতার করে ইডি। সেই গ্রেফতারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান প্রাক্তন পর্ষদ সভাপতি। বৃহস্পতিবার বিধায়কের সেই আবেদন খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ জানায়, মানিককের গ্রেফতারিতে ইডির কোনও ভুল নেই।
আরও পড়ুন- ED Raid in Ultadanga: আটক ব্যবসায়ী-পুত্র রমেশ আগরওয়াল, উল্টোডাঙ্গা থেকে উদ্ধার প্রায় দেড় কোটি
উল্লেখ্য, মঙ্গলবার টেটের আরেকটি মামলায় মানিকের শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেখানে দেশের শীর্ষ আদালতের রায় কিছুটা তৃণমূল বিধায়কের পক্ষে গিয়েছিল বলেই জানান বিশেষজ্ঞরা। তবে বৃহস্পতিবারের এই রায়ে ফের অস্বস্তি বাড়ল মানিকের।