সূর্যকান্ত মিশ্রের ফেসবুক প্রোফাইল হ্যাকড। সিপিএমের প্রাক্তন রাজ্য় সম্পাদকের ফেসবুক পেজে অ্য়াকাউন্টে ছবিতে জ্বলজ্বল করছে দক্ষিণী অভিনেতা সুরিয়ার ছবি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেসবুকের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি দল এই ইস্যু নিয়ে দ্রুত পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার রাতে আচমকাই পলিটব্যুরোর সদস্য ও রাজ্যের সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের ফেসবুক পেজ হ্যাকড হয়ে যায়। তাঁর ছবির পরিবর্তে সেখানে চলে আসে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা সুরিয়ার ছবি। আর তারপরই এই প্রোফাইলের কমেন্ট সেকশনে আসতে থাকে একের পর এর এক মন্তব্য।
এরপরই সিপিএমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, "সূর্যকান্ত মিশ্রের ভেরিফায়েড পেজটি হ্যাক করা হয়েছে। ইউআরএল পরিবর্তন করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষকে এ নিয়ে অভিযোগও জানানো হয়েছে। খুব শীঘ্র, এই নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।" বিষয়টি নিয়ে দলের সমর্থকদের ধৈর্য ধরার অনুরোধ করেছে সিপিএম।