দীর্ঘদিনের সম্পর্ক। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। সেই বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতে রবিবার হাসপাতালে যান সূর্যকান্ত মিশ্র (Surjyakanta Mishra)। ছিলেন সুজন চক্রবর্তীও। সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, তাঁর ডাকে সাড়াও দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, বুদ্ধবাবুর আচ্ছন্নভাব কিছুটা কেটেছে। কখনও হাত, মাথা নাড়ছেন। কখনও চোখের পাতা খোলা ও বন্ধ করছেন। এভাবেই সাড়া দিচ্ছেন। তাঁকে ঘুমের ওষুধ দেওয়া বন্ধ করা হয়েছে। রাইস টিউবের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ভেন্টিলেশনেই বুদ্ধদেব, আজ হতে পারে সিটি স্ক্যান
হাসপাতাল সূত্রে খবর, শনিবার সন্ধ্যার পর অ্যান্টিবায়োটিক বদল করেন চিকিৎসকরা। রবিবারে বদলে সোমবার তাঁর সিটি স্ক্যান হবে। ইনসুলিন দিয়ে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা হচ্ছে। চিকিৎসকরা বলছেন, চিকিৎসায় উন্নতি হলেও এখনই যে বিপদ্মুক্ত, তা বলা যাবে না।