'তৃণমূলের ৯৯.৯৯ শতাংশ নেতাই অসৎ।' এবার বিধানসভা চত্বরে সাংবাদিক বৈঠক করে পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারীর। শুভেন্দুর অভিযোগ, তৃণমূলের একশো বিধায়ক, নেতা, ব্লক সভাপতির সম্পত্তির হিসাব আছে। পার্টি অফিসে এদের অনেকের টাকা নেওয়ার ছবিও আছে বলে দাবি বিরোধী দলনেতার। ইডির কাছে ফাঁস করে দেওয়ারও দাবি করেন শুভেন্দু অধিকারী।
এদিন শুভেন্দু বলেন, "কারও হিসাব বহির্ভূত সম্পত্তি থাকলে তাঁর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও আয়কর দফতরের তদন্ত করার অধিকার আছে। সাধারণ মানুষ চাইলে কারও বিরুদ্ধে তথ্য তাদের কাছে দিতেই পারে। আমি ঘোষণা করে বলছি, তৃণমূলের সেই নেতাদের সম্পত্তির হিসাব ইডিকে দেব।" শুভেন্দু অধিকারী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছেন, তৃণমূলের ৯৯ শতাংশ কর্মী সৎ। আমি বলছি, তৃণমূলের ৯৯ শতাংশ নেতাই অসৎ। তাদের অসততা কতদূর প্রসারিত, তা আমি ফাঁস করব।"
বৃহস্পতিবার সকাল থেকেই বিধানসভার অধিবেশ জমজমাট ছিল। তৃণমূলের বিরুদ্ধে চোর স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। তৃণমূল বিধায়কদের নিশানায় ছিলেন শুভেন্দু অধিকারী। এরপরই দুপুরে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু।