শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তৃণমূলের ফেরা নিয়ে বৃহস্পতিবারই ইঙ্গিতপূর্ণ কথা বলেছিলেন মদন মিত্র (Madan Mitra)। তিনি জানান, তৃণমূলে ভবনে ফের দেখা যেতে পারে শুভেন্দু অধিকারীকে। এবার এই নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বিজেপি নেতা (BJP Leader)। নিজের টুইটারে তিনি জানান, এই খবর সম্পূর্ণ মিথ্যা ও গুজব। এসব তৃণমূলের 'রাজনৈতিক চমক'।
গত বুধবার শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, "শুভেন্দু অধিকারী বিজেপিতে থাকতে পারছেন না। তাঁর দমবন্ধ হয়ে আসছে। তাই তৃণমূলে আসতে চাইছেন বলে খবর পাওয়া গিয়েছে। কারণ তাঁদের পরিবার বিজেপিতে সম্মান পাচ্ছে না।" টুইটারে শুভেন্দুর কাছে এক সমর্থক জানান, এরকম সত্যিই কোনও সম্ভাবনা আছে কিনা। তার পরিপ্রেক্ষিতে তিনি টুইট করেন, "ভুয়ো খবর। বিরোধীদের সস্তা রাজনৈতিক চমক উপেক্ষা করুন।"
আরও পড়ুন: মদন মিত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলছে তৃণমূল কংগ্রেস
উল্লেখ্য, আসন্ন কাঁথি পুরসভা নির্বাচনে কোনও ওয়ার্ডেই প্রার্থী শুভেন্দুর পরিবারের কাউকে প্রার্থী করেনি বিজেপি। এই নিয়েই কটাক্ষ করেছিলেন কুনাল ঘোষ। তবে তৃণমূল মুখপাত্রের দাবি, কার্যত নাকচ করলেন বিধানসভার বিরোধী দলনেতা।