রাজভবনে ঢুকতে পারলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসায় আহতদের নিয়ে রাজভবনে যাওয়ার চেষ্টা করেছিলেন বিরোধী দলনেতা। কিন্তু তাঁকে আটকে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এর পরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
শুভেন্দুর অভিযোগ, পুলিশ তাঁদের বাধা দিয়েছে। রাজ্যপালের অনুমতি থাকা সত্ত্বেও তাঁদের ঢুকতে দেওয়া হয়নি। তাঁর দাবি, এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাসিবাদী রূপ প্রকাশ পেয়েছে। শুক্রবারই হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন শুভেন্দু।
অন্যদিকে ভোট পরবর্তী হিংসা নিয়েই রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছে রাজভবন।
BJP-র অভিযোগ, নির্বাচন মিটতেই রাজ্যের একাধিক জেলায় তাদের কর্মী ও সমর্থকদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঘর-বাড়ি ভেঙে দেওয়ার পাশাপাশি বেধড়ক মারধর করারও অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।