বেহালার পথ দুর্ঘটনায় নিহত সাত বছরের সৌরনীল সরকার। কার গাফিলতিতে দ্বিতীয় শ্রেণির এই পড়ুয়ার মৃত্যু হল, তা নিয়ে রিপোর্ট তলব করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বেহালার এই পথ দুর্ঘটনার গায়ে জড়িয়ে গেল রাজনৈতিক তরজা।
বেহালার এই ঘটনার পর কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই ঘটনার পর পদে থাকার কোনও অধিকার নেই কলকাতার পুলিশ কমিশনারের। প্রশ্ন তুলেছেন রাজ্যের পুলিশমন্ত্রীর ভূমিকা নিয়েও। রাজ্যের বিরোধী দলনেতাকে পাল্টা বিধেঁছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। আসানসোল এবং শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কার প্রসঙ্গ এদিন টেনে এনেছেন তিনি।
আরও পড়ুন : বেহালার ঘটনায় সৌরনীলের পরিবারকে ফোন মমতার, সমবেদনা মুখ্যমন্ত্রীর
শুক্রবার সকালে মাটি বোঝায় লরি চাপা দিয়ে যায় সৌরনীলকে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে লরি চালককে। আটক করা হয়েছে লরি। দুর্ঘটনার পরেই পুলিশের দিকে অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ না থাকারা অভিযোগ করা হয়। ঘটনাস্থলে গিয়ে অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।