বীরভূমে দলীয় কর্মসূচি চলাকালীন পায়ে চোট পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশের দুটি ব্যারিকেড পায়ে পড়ে যায় তাঁর। হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।
সিউড়িতে (Seuri) বুধবার আইন অমান্য আন্দোলন কর্মসূচি ছিল রাজ্য বিজেপির। সেই কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। বুধবার সিউড়ি সার্কিট হাউস থেকে মিছিল করে জেলাশাসকের কার্যালয় পর্যন্ত আসেন বিজেপি বিধায়করা (BJP MLA)। জেলাশাসকের দফতরের সামনে বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙতে যায। সেখানেই ব্যারিকেড পায়ে পড়ে চোট পান শুভেন্দু অধিকারী। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান সমর্থকরা। সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে তাঁর এক্স রে করানো হয়। পায়ে ব্যান্ডেজও করা হয় তাঁর। তাঁর পা ভাঙেনি বলেই জানান তিনি।
আরও পড়ুন: আইনজীবীদের একাংশের বিক্ষোভ, চরম উত্তেজনা হাইকোর্টে
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানান, পুলিশের দুটি ব্যারিকেড তাঁর পায়ে পড়ে যায়। তবে পা ভাঙেনি বলেই হাসপাতাল সূত্রে খবর। তাঁর পায়ে সামান্য চিড় ধরেছে। তাঁর দাবি, "কী হয়েছে সবাই দেখেছে। এভাবে আমাকে আটকানো যাবে না। কারও ওপর দোষ চাপাতে চাই না।" ২০ এপ্রিল বিজেপি বিধায়কদের নিয়ে ডেউচা-পাঁচামিতে যাওয়ার কর্মসূচি আছে বিজেপির।