কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত BJP কর্মীরা। আক্রান্ত কর্মীদের ছবি বুকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন তাঁরা।
রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে ভোট পরবর্তী হিংসার বিবরণ দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি দুর্গাপুজো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জিও করেন তিনি।
এরপরেই রাজ্যপাল নিজের বক্তব্য রাখেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পুরো ভাষণটাই এদিন বাংলায় দেন তিনি। তিনি বলেন, আক্রান্তরা আমার সঙ্গে দেখা করবে। ততদিন পর্যন্ত স্বরাষ্ট্রদফতরের কেউ আমার সঙ্গে দেখা করতে পারবেন না। এমনকি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও তাঁর সঙ্গে দেখা করতে পারবেন না। " জানিয়ে দেন তাঁরা বাংলাকে হিংসামুক্ত করবেন।