লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি বিজেপির। আর CPIM কে দায়ি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তিনি এবিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি। বৃহস্পতিবার রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস পালন করে রাজ্য বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে মন্তব্য করেন তিনি।
শুভেন্দু অধিকারীর অভিযোগ, হিন্দু ভোট কাটা উদ্দেশ্য ছিল CPIM-এর। এবং সেক্ষেত্রে তারা সফল হয়েছে। এবং সেই কারণে সুজন, সায়ন, সব্যসাচীদের দাঁড় করানো হয়েছিল। এমকি ৩৪ বছর ক্ষমতায় থাকাকালীন ৫৪ হাজার মানুষকে খুন করেছে বলেও অভিযোগ তাঁর।
কী বলেছেন শুভেন্দু অধিকারী?
সাংবাদিকদের একটি প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, "CPIM-এর যে এজেন্ডা ছিল, সেই এজেন্ডা অনুযায়ী তারা সফল হয়েছে। হিন্দু ভোট কাটার জন্য দাঁড়িয়েছিল তারা।" তাঁর সংযোজন, এটা পিণ্ডি জোটের কৌশল!