হাতেখড়ি অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) মুখে জয় বাংলা ধ্বনি।খুশি নন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর অনুযোগ, রাজ্যপালের এই বক্তৃতা লিখে দিয়েছেন রাজ্যের আমলা নন্দিনী চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেই এই বক্তৃতা লেখা হয়েছে বলে দাবি শুভেন্দুর।
বৃহস্পতিবার রাজভবনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর আমন্ত্রণ ছিল শুভেন্দু অধিকারীর। অনুষ্ঠান যখন শেষ হয়, শুভেন্দু মানিকতলায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সরস্বতী পুজোয় যোগ দিতে আসেন। সেখানেই তিনি দাবি করেন, "এটি ভারতের স্লোগান নয়।" তাঁর দাবি, জয় বাংলা বাংলাদেশের স্লোগান। শুভেন্দুর অভিযোগ, রাজ্যপালকে বক্তৃতা লিখে দিয়েছে তাঁর অফিস। রাজ্যপালের কোনও ভুল নেই। তাঁকে দিয়ে বলিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীকালে তাঁর শুভাকাঙ্খীরা বুঝিয়ে দেবেন।
আরও পড়ুন: রাজভবনে হাতেখড়ি অনুষ্ঠানের পরই দিল্লি রওনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের
শুভেন্দু অধিকারী বলেন, "পশ্চিমবঙ্গের জয় তো আমরাও চাইব। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তো সেই জন্যই পশ্চিমবঙ্গের সৃষ্টি করে গিয়েছেন।"