কারিগরি শিক্ষায় প্রশিক্ষিতদের বিভিন্ন সংস্থায় নিয়োগপত্র দিয়েছে রাজ্য সরকার। সংস্থাগুলির মধ্যে আছে গুজরাটের টাটা মোটরসও। চাকরিপ্রার্থীদের অন জব ট্রেনিংয়ের নিয়োগপত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার তা নিয়েই কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করে টুইট করেন শুভেন্দু অধিকারী। টুইটে তিনি লেখেন, "কর্মফল! মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একটা প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করেছেন। এর শুরু হয়েছে, সিঙ্গুর থেকে টাটাদের বিদায় দেওয়ার পর্ব থেকে। এখন তিনিই রাজ্যের চাকরিপ্রার্থীদের গুজরাটের সানন্দে টাটা মোটরস কারখানায় অন জব ট্রেনিংয়ের নিয়োগপত্র দিচ্ছেন।"
আরও পড়ুন: শান্তিনিকেতনে গিয়ে বিক্ষোভের মুখে লকেট চট্টোপাধ্যায়, CBI তদন্তের দাবি বিজেপি নেত্রীর
বিরোধী নেত্রী থাকাকালীন ২০০৬ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় জমি আন্দোলন। তৃণমূলের আন্দোলনের চাপে রাজ্য থেকে প্রকল্প সরিয়ে নেয় টাটা গোষ্ঠী। পরে টাটা ন্যানো প্রকল্পের কাজ শুরু হয় গুজরাতে।