রাজ্যপাল সি ভি আনন্দ বোসের 'হাতেখড়ি অনুষ্ঠান'-এ থাকছেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজেই টুইট করে তা জানালেন তিনি। এদিন একটি বিবৃতি দিয়ে রাজভবনের অনুষ্ঠানে না যাওয়ার কারণ জানান নন্দীগ্রামের বিধায়ক।
টুইটারের বিবৃতিতে শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যপালের ভালমানুষিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে রাজ্য। তাঁর অভিযোগ, নবান্নের দূত হিসেবে কাজ করছেন প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী। রাজ্যের শিক্ষা দফতরের বিরুদ্ধে যখন টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠছে, তখন রাজ্যপালের হাতেখড়ির অনুষ্ঠান দেখিয়ে সব ইস্যু চাপা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা।
আরও পড়ুন: আনন্দপুরের প্লাস্টিক গুদামে আগুন, দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, মুখ্যমন্ত্রী এর আগে রাজ্যপালের পদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য থেকে রাজ্যপালকে সরানোর কথাও শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়।