২৪ ডিসেম্বর, একটি ঘটনাবহুল রবিবার। একদিকে রাজ্যজুড়ে টেট পরীক্ষা, অন্যদিকে ব্রিগেড ময়দানে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ' (Gita Path)। কর্মসূচিতে অন্যতম বড় আকর্ষণ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারও চালানো হয়েছিল সেইমতোই। কিন্তু একেবারে শেষ বেলায় সফর বাতিল করতে হয়েছে নরেন্দ্র মোদীকে। কিন্তু এতে যে, লক্ষ কণ্ঠে গীতাপাঠের চ্যালেঞ্জ থেকে বিজেপি সরছে না, সেকথাও শনিবার মহড়া দেখেই নিশ্চিত করেছেন আয়োজকরা।
ব্রিগেড পরিদর্শনের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান , এক লাখ ৩০ হাজারের বেশি জমায়েত হবে। এদিন ব্রিগেড ঘুরে দেখেছেন দিলীপ ঘোষও। কেউ কেউ দুষছেন রাজ্য সরকারকে। গেরুয়া শিবিরের দাবি, আজ রাজ্যজুড়ে টেট পড়ে যাওয়ায়, অনেক বিজেপি কর্মীদের ইচ্ছে থাকলেও আসতে পারছেন না।
Congress Reshuffle : উত্তরপ্রদেশ থেকে অব্যাহতি, প্রচারের মুখ প্রিয়াঙ্কা, সংগঠনের রদবদলে বার্তা কংগ্রেসের
উল্লেখ্য , আজ TET পরীক্ষা পাশাপাশি লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানও রয়েছে। কলকাতায় ভিড়ের বিষয়টি মাথায় রেখেই রবিবার হওয়া সত্বেও ওইদিন অতিরিক্ত মেট্রো চালানো হবে। ওইদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৩৪ টি মেট্রো চালানো হবে। তারমধ্যে ১১৭টি আপ এবং ১১৭টি ডাউন রেক চলবে।