হাওড়ার অনুষ্ঠানে মঞ্চে উঠলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা নিয়েই বেনজির আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এদিন হাওড়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকরা। এরপরই মঞ্চে উঠতে চাননি মুখ্যমন্ত্রী। তা নিয়ে শুভেন্দু অধিকারী তোপ দেগে বলেন, "অত্যন্ত নিম্নরুচির, নিম্নমানের রাজনীতিবিদ। যাকে আমরা খেটেখুটে বাংলার ৪০ হাজার লোক শহিদ হয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছি। এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না।
আরও পড়ুন: পাঁচটার মধ্যে চারটে প্রোজেক্ট তাঁর আমলের, প্রধানমন্ত্রীকে মনে করিয়ে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
এদিন হাওড়ার অনুষ্ঠানে পৌঁছনোর পরই মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি সমথকরা। এরপরই মঞ্চে উঠতে অস্বীকার করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানের পর তা নিয়েই কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।