রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই বিরোধীরা দাবি তুলেছিল কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। কমিশন না মানায় আদালত পর্যন্ত যায়। শেষ পর্যন্ত ৮২২ কম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। এবার বিরোধীদের দাবি, ভোট মিটলেই কেন্দ্রীয় বাহিনী ফেরত পাঠানো যাবে না। গণনা পর্যন্ত থাকতে হবে। শুভেন্দু অধিকারী জানান, তাঁরা কমিশনের কাছে এই দাবি জানিয়েছেন।
শুক্রবার রাজ্য বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনে যান ৪ বিজেপি বিধায়ক। ছিলেন শুভেন্দু অধিকারীও। ২০১৩ সালে ভোটের মতো রাজ্যের সব বুথে, গণনাকেন্দ্রে সশস্ত্র বাহিনী রাখার দাবি জানানো হয়েছে। ২০২১ সলে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে শুভেন্দু জানান, পঞ্চায়েত নির্বাচনের গণনার পর একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তাই ১৫ দিন রাজ্যে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে।