লোকসভা নির্বাচনে রাজ্যে ভরাডুবির পর শনিবার বৈঠকে বসতে চলেছে BJP-র রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর ওই বৈঠকে একাধিক শীর্ষ নেতার পাশাপাশি উপস্থিত থাকতে পারেন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। অন্যদিকে সুকান্ত মজুমদার বর্তমানে দিল্লিতে থাকলেও শনিবারের বৈঠকের আগেই তাঁর ফিরে আসার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহলের মত, শুভেন্দু-দিলীপ ওই বৈঠকে উপস্থিত থাকলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় কিনা সেটাই এখন দেখার।
নির্বাচনে রাজ্যে ভরাডুবির পর নাম না করে রাজ্যের কয়েকজন নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজনৈতিক মহলের অনেকেই জানিয়েছেন, দিলীপের আক্রমণের কেন্দ্রে ছিলেন শুভেন্দু অধিকারী। এখন দেখার শনিবারের ওই বৈঠকে নির্বাচনী ফলাফল নিয়ে কী আলোচনা হয়।
অন্যদিকে মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলে বৈঠকে বসতে চলেছে রাজ্য BJP-র বৈঠক। ওই বৈঠকে BJP-র আগামী মুখ্য সচেতক বাছাই হবে। এতদিন পর্যন্ত ওই পদে ছিলেন মনোজ টিগ্গা। কিন্তু তিনি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে দিল্লি যাচ্ছেন। ফলে তাঁর ছেড়ে যাওয়া পদে নতুন মুখ্য সচেতক নিয়োগ করা হবে। সূত্রের খবর ওই পদে আসতে পারেন ফালাকাটার BJP বিধায়ক দীপক বর্মণ অথবা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।