যাদবপুরের বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়া মৃত স্বপ্নদীপের পরিবারের সঙ্গে দেখা করতে রানাঘাটে গিয়েছিলেন শিশুসুরক্ষা কমিশনের চেয়ারম্যান অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)। অনন্যা দেবীর কথায়, ‘ছেলেটিকে ঘি মাখানোর সময় একাধিক সিগারেটের ছ্যাঁকার দাগ মিলেছে’, তাঁকে যন্ত্রণা দিয়ে যৌন নির্যাতন করা হয়েছে বলে খবর।
JU Student Death: স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যু, ধৃত মনোতোষ ও দীপশেখরের পুলিশ হেফাজতের নির্দেশ
এছাড়াও হস্টেলের কোথাও সিসিটিভি ক্যামেরা নেই এমন অভিযোগও উঠছে। উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর কারণ জানতে তদন্তের অনুরোধ করে রাজ্যপাল সি ভি আনন্দের কাছে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন। তদন্তে কী উঠে এল তা জানতে রিপোর্টও চেয়েছে তারা।