সিনেমার প্রচার নিয়ে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের কটাক্ষের জবাব দিলেন টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এমনকি, কুণাল ঘোষের বাবা-মায়ের প্রসঙ্গও টানেন অভিনেত্রী।
কী হয়েছিল?
সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন কুণাল ঘোষ। ওই ছবিটি হল টেক্কা সিনেমার পোস্টার। আসন্ন দুর্গাপুজোয় রিলিজ করবে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ওই সিনেমাটি। ওই ছবি পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, RG কর ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রচার করা হচ্ছে। উৎসবে না ফিরতে বলে সিনেমার প্রচারে ফেরাটাও দ্বিচারিতা বলে মন্তব্য করেন তিনি।
কী লিখেছিলেন কুণাল ঘোষ?
তিনি লিখেছিলেন, "যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই RGKar আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। 'উৎসবে ফিরব না' অথচ 'সিনেমার পোস্টারে ফিরব', এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।"
একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছেন, কুণাল ঘোষ হয়তো জানেন না সিনেমার দুনিয়ায় কীভাবে কাজ হয়। কিন্তু সব বিষয়ে তিনি মন্তব্য করেন। পাশাপাশি স্বস্তিকা দাবি করেন, পোস্টারে কী লেখা যাবে, কেমন ছবি যাবে তা অভিনেতা-অভিনেত্রীরা স্থির করেন না। পরিচালক এবং প্রযোজকরা প্রচারের কৌশল ঠিক করেন।
এর পাশাপাশি কুণাল ঘোষের শিক্ষা নিয়েও প্রশ্ন তোলেন স্বস্তিকা। বলেন, কুণাল ঘোষ তাঁর বাবা-মায়ের কাছ থেকে এই শিক্ষা পেয়েছেন। সেই কারণে এমন মন্তব্য করছেন।