নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রোমোটার অয়ন শীল গ্রেফতার হতেই নাম জড়ায় তাঁর। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন অয়ন শীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী। বুধবার তিনি জানান, সংবাদমাধ্যমে তাঁর সম্পর্কে যা বলা হচ্ছে, তা অতিরঞ্জিত। শুধুমাত্র টিআরপির জন্যই সাংবাদিকরা একজন মহিলার পিছনে পড়ে আছেন বলেও অভিযোগ করেন অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা। পাশাপাশি, ইডির তরফে কোনও নোটিশ দেওয়া হয়নি বলেও জানান তিনি।
বুধবার শ্বেতা আরও জানান, অয়নের সঙ্গে হুগলির গ্রাম পঞ্চায়েতে চাকরি করতেন তিনি। সেই সূত্রে পরিচয় হয় দু'জনের। ২০১৭ সাল থেকে ওই প্রোমোটারের সঙ্গে তাঁর পরিচয় বলেও জানান শ্বেতা। পাশাপাশি অয়নের সঙ্গে আর্থিক লেনদেন প্রসঙ্গেও মুখ খোলেন এই মডেল-অভিনেত্রী। তাঁর কথায়, চুঁচুড়ায় অয়নের থেকে কাছ থেকে ফ্ল্যাট কেনেন তিনি। তাঁর কাছে চুক্তির কাগজপত্রও রয়েছে বলেও দাবি শ্বেতার। ফ্ল্যাট কেনার সময়ে টাকা দিলেও তিনি রেজিস্ট্রি করেননি বলে জানান প্রোমোটার-ঘনিষ্ঠ অভিনেত্রী। তিনি ফ্ল্যাট রেজিস্ট্রি না করায় অয়ন তাঁর ৫৫ লক্ষ টাকা ফেরত দেন বলেও জানান শ্বেতা।
আরও পড়ুন- Anantnag Viral Video: ভূমিকম্পে কাঁপছে অপারেশন থিয়েটার, চিকিৎসকদের দক্ষতায় অনন্তনাগে জন্ম নিল নবাগত
ইডি সূত্রে খবর, অয়নের বাড়ির নথিপত্রে শ্বেতার নামে গাড়ি কেনা ও সম্পত্তি হাতবদলের নথি পাওয়া গিয়েছে। অয়নের প্রযোজনা সংস্থায় অভিনয় করার কথা ছিল শ্বেতা চক্রবর্তীর। শ্বেতা নৈহাটির বিজয় নগরের বাসিন্দা বলেই খবর।