আড়াই বছরের অপেক্ষা শেষ। বৃহস্পতিবার ফের চালু টালা ব্রিজ। কিন্তু উদ্বোধন হলেও এখনই সব ধরনের গাড়ি চলাচলে অনুমতি মিলছে না। সূত্রের খবর, আপাতত ছোট গাড়ি, বাইক চালানোর অনুমতি দেওয়া হচ্ছে। এখনই বাস বা ভারী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না।
২০১৮ সালে মাঝেরহাট সেতু বিপর্যয়ের পর রাজ্যের সব সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুরু করার কাজে হাত দেয় রাজ্য সরকার। সেই সময়ে টালা ব্রিজেরও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপরেই ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কিছুদিন ছোট যানবাহন চললেও ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পুরোপুরি বন্ধ হয়ে যায় টালা ব্রিজ।
২০২০ সালে নতুন করে তৈরি শুরু হয় টালা ব্রিজ। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে কাজ শেষ হওয়ার টার্গেট থাকলেও করোনার জন্য অনেক কাজ পিছিয়ে যায়। অবশেষে ৪৬৮ কোটি টাকা খরচ করে ব্রিজটি তৈরি করা হয়।
নতুন এই ব্রিজ ৪ টি লেনের। তৈরির পর থেকে গত কয়েকদিন ধরে দফায় দফায় স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ব্রিজের। প্রশাসনিক সূত্রে খবর, এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপাতত শুধু মাত্র ছোট গাড়ি ও বাইক চলবে টালা ব্রিজে। পরে ধাপে ধাপে ভারী যান চালানো হবে।