কালীপুজো হবে, আর বাজি পটকা ফাটবে না ? মদন উবাচে ফের বঙ্গ রাজনীতিতে বিতর্কের আবহ। গত কয়েকদিন আগেই এসএসকেএমের ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন কামারহাটির বিধায়ক। দিন কয়েক চুপ থাকার পর এবার পঞ্চায়েত নিয়ে মুখ খুললেন তিনি। দাবি করলেন, ২৯৪ সিট। এক লক্ষের উপর পঞ্চায়েত। তাতে দু’চারটে পটাকা বাজি ফাটবে না কালিপুজো হবে? এমনটা হয় নাকি। তাঁর এই দাবিকে কটাক্ষ করেছেন বিরোধীরা।
এগরার ঘটনার পর প্রায় প্রত্যেক দিনই বোমা ও বোমার মশলা উদ্ধার হওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন কোণে। বিশেষ করে বীরভূম থেকে প্রায় রোজই উদ্ধার হয়েছে বোমা। এই ঘটনায় বিরোধীদের তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে শাসক দলকে। রাজনৈতিক মহলের দাবি, পঞ্চায়েত ভোটের আগে বাজি পটকার কথা উল্লেখ করে ফের তৃণমূলের বিড়ম্বণা বাড়ালেন কামারহাটির বিধায়ক।