নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং নীলাদ্রি ঘোষের সিবিআই (CBI) হেফাজতের নির্দেশ দিল আদালত। সোমবার ধৃতদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশেষ আদালতে তোলা হলে তিনজনকেই আগামী ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।
নিয়োগ দুর্নীতি মামলায় আগেই তৃণমূল ঘনিষ্ঠ কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি। এই প্রথম তাঁকে নিজেদের হেফাজতে নিল সিবিআই। অন্যদিকে, রবিবার বিকাল ৫ টা নাগাদ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও রাজ্যের বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এদিনই গ্রেফতার হন গড়িয়ার ব্যবসায়ী নীলাদ্রি ঘোষও।
আরও পড়ুন - টাকা নেননি, স্রেফ দাবি করেছিলেন, দাবি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তাপসের
সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় বাকি ধৃত অর্থাৎ কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, আবদুল খালেক, শহিদ ইমামকেও আদালতে তোলা হয়। তাঁদের প্রত্যেককে আগামী দু’মাস পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।