নিয়োগ দুর্নীতিতে যাদুকর কুন্তল ঘোষ। বৃহস্পতিবার আদালতে ঢোকার মুখে এই দাবি এই ঘটনায় গ্রেফতার আর এক অভিযুক্ত তাপস মণ্ডলের। এদিন দু জনকেই একই গাড়িয়ে নিয়ে এসে আদালতে তোলা হয়। গাড়ি থেকে নেমেই তাপসের দাবি, নিয়োগ দুর্নীতির ঘটনায় সবকিছু জানেন তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষ। তাপসের দাবি, কুন্তল ম্যাজিসিয়ান, উনি সব জানেন। এরপরেই পুলিশ তাদের ভিতরে নিয়ে চলে যায়।
দিন যত গড়াচ্ছে নিয়োগ দুর্নীতির ঘটনায় হুগলির কুন্তল ঘোষের বিরুদ্ধেই সব আঙুল উঠছে। দিন কয়েক আগে তাপসের সুরই শোনা গিয়েছিল তৃণমূল থেকে বহিষ্কৃত আর এক নেতা শান্তনুর গলাতেও। কুন্তলকে কাঠগড়ায় তুলেছিলেন একদা বন্ধু শান্তনু। অভিযোগ করেছিলেন, কুন্তল এই নিয়োগ দুর্নীতির কিংপিন। টাকা ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছে।
সম্প্রতি এই ঘটনায় গ্রেফতার প্রোমোটার অয়ন শীল গ্রেফতারের সঙ্গেও কুন্তল ঘোষের নাম উঠে এসেছে। অয়নও এই কুন্তলের ছত্রছায়াতেই কাজ করতেন বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে।