রাজনীতি করেন না। কোনও দলেই নেই। তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের অভিযোগ ওড়ালেন তাপস মণ্ডল। শুক্রবার কুন্তল ঘোষ দাবি করেন, বিজেপির সঙ্গে তাপস মণ্ডলের যোগ আছে। অনেক নেতা-মন্ত্রীর সঙ্গেও তাঁর পরিচয় আছে।
তাপস মণ্ডল যদিও জানিয়েছেন, তৃণমূল, বিজেপি তিনি কিছুই করেন না। অনেকের সঙ্গে আলাপ থাকতে পারে। কিন্তু তিনি কারও লোক নন। তৃণমূলের অনেক নেতার সঙ্গেও বৈঠক করেছেন বলে জানা তাপস মণ্ডল। তবে আলাপ থাকা মানেই বিজেপি করেন, এমন নয়।