আজ বিকেলেই বিজেপিতে যোগ দিতে চলেছেন তাপস রায়। বুধবার দুপুরে দাবি রাজনৈতিক মহলের। রাজনৈতিক মহলের দাবি, তৃণমূলের প্রাক্তন বিধায়কের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তাপস রায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে বিজেপি নেতা অমিত মালব্যর। জানা গিয়েছে, এদিন বিকেলে সেক্টর ফাইভের বিজেপি অফিসে গিয়ে যোগ দিতে পারেন তাপস রায়।
গত সোমবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায়। এর আগে ১ মার্চ দলত্যাগ করেছিলেন। বিধায়ক পদ ছাড়ার দিনেই অভিযোগ করেছিলেন, দল তাঁকে অবহেলা করেছে। সেদিন থেকেই জল্পনা শুরু হয়, তাঁর বিজেপিতে যোগ নিয়ে।
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তাপস রায় দাবি করেন, ৫২ বছর তিনি রাজনীতি করছেন। কিন্তু দুর্নীতিকে কখনও প্রশয় দেননি। তারপরেও তাঁর বাড়িতে ইডিকে পাঠানো হয়েছিল। এর পিছনে তৃণমূলের একাংশের হাত ছিল বলেই অভিযোগ করা হয়েছে।