তৃণমূল কংগ্রেস তাঁর জন্য নয়। ২৩ বছর পর উপলব্ধি করলেন বর্ষীয়ান নেতা তাপস রায়। সোমবার বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফার পর একরাশ অভিমান তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতার গলাতে। তাঁর অভিমান থেকে বাদ গেলেন না তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ১২ জানুয়ারি তাঁর বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি। সেই ঘটনায় কার্যত নীরব ছিল তৃণমূল কংগ্রেস। যা পীড়া দিয়েছে তাপসকে। এদিন তাঁর অভিযোগ, অন্য রাজনৈতিক দল থেকে তাঁর খোঁজ নেওয়া হলেও, এই ব্যাপারে একটি বাক্যও খরচ করেনি তৃণমূল কংগ্রেস।
তাপস আশা করেছিলেন মমতার ফোন আসবে। কিন্তু ৫২ দিন পরেও তাঁকে ফোন করেননি নেত্রী। একইদিনে তৃণমূল এবং বিধায়ক পদ থেকে এখন তিনি ফ্রি বার্ড, জানিয়েছেন তাপস রায়। পাশাপাশি সমানতালে জল্পনা চলছে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার ব্যাপারে। রাজনৈতিক মহলের খবর, কলকাতা উত্তর থেকে তাঁকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে।