এসএসকেএম হাসপাতালে (SSKM) গবেষণার স্বার্থে দান করা হল প্রয়াত চিত্র পরিচালক তরুণ মজুমদারের (Tarun Majumder) নশ্বর দেহ। পরিচালকের শেষ ইচ্ছে মেনেই দেহ দান হল। দেহদানকারী সংস্থার সঙ্গে এই চুক্তিও হয়েছিল পরিচালকের। শেষ পর্যন্ত সই করা হয়নি। কিন্তু পরিবারের সম্মতিতে তাঁর শেষ ইচ্ছেকেই মান্যতা দেওয়া হয়েছে। শ্রদ্ধাজ্ঞাপনের জন্য এনটি ওয়ান স্টুডিয়োতে (NT One Studio) নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। এরপর ফিরিয়ে আনা হয় এসএসকেএম হাসপাতালে।
আজীবন বামপন্থী মনোভাবাপন্ন চিত্র পরিচালক তরুণ মজুমদার। তিনি চাননি, তাঁর নশ্বর দেহ নিয়ে কোনও সরকারি অনুষ্ঠান হোক। ফুল মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপনেও আপত্তি ছিল তাঁর। সিপিএম নেতৃত্ব জানিয়েছেন, পরিচালকের শেষ ইচ্ছের পূর্ণমর্যাদা দেওয়ার চেষ্টা করা হয়েছে। হাসপাতালে আসেন সিপিএমের সুজন চক্রবর্তী, রবীন দেব, সুশান্ত ঘোষের মতো নেতারা। ছিলেন তরুণ নেতা শতরূপ ঘোষও।
আরও পড়ুন: তরুণ-প্রয়াণে শোকস্তব্ধ টলিউড, অঝোরে কাঁদছেন সন্ধ্যা রায়, অভিভাবকহারা ঋতুপর্ণা
তরুণ মজুমদারের শেষ ইচ্ছে মেনে পরিচালকের নশ্বর দেহ এনটি ওয়ান স্টুডিও থেকে ফিরিয়ে ফের এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হবে। সিপিএম নেতা সুশান্ত ঘোষ জানিয়েছেন, শিল্পীর শেষ ইচ্ছে মেন তাঁর নশ্বর দেহতে লাল পতাকা রাখা হবে।