বাংলায় মানুষের স্পন্দন টেরই পাননি হিন্দিভাষী নেতারা। বিধানসভা ভোটে রাজ্য বিজেপির ব্যর্থতা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে ফের কাঠগড়ায় তুললেন তথাগত রায় (Tathagata Roy)।
তথাগত রায় বলেন, "বিজেপির অন্যতম ভুল হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষের স্পন্দন টের না পাওয়া। এখানে একগাদা হিন্দিভাষী নেতাদের এনে তাঁদের দিয়ে ভাষণ করানো হল। গ্রামের লোকেরা তো এসব বুঝবে না। কলকাতার লোকেরা মোটামুটি হিন্দি বোঝে। কিন্তু এত হিন্দিভাষী নেতা কেন, তা নিয়ে নালিশ ছিল। তারপর মমতা যখন বললেন, বাংলা নিজের মেয়েকেই চায়। সেই ফাঁদেই পার্টি পা দিয়ে দেয়।" বিধানসভা ভোটে (WB Assembly Election 2021) রাজ্যে হিন্দিভাষী নেতাদের এনে প্রচারে ঝড় তুলেছিল বিজেপি (BJP)। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের নেতারা রাজ্যে এসে ঘাঁটি গেড়েছিলেন। কিন্তু ২০০ আসনের লক্ষ্যে নেমে বিধানসভায় মাত্র ৭৭টি আসন পেয়েছে বিজেপি।
আরও পড়ুন: বিধায়ক রাজ চক্রবর্তীর উপর হামলা চেষ্টা, টিটাগড়ে উত্তেজনা
সম্প্রতি 'বিক্ষুব্ধ নেতা'দের নিয়ে চাপে রাজ্য বিজেপি। জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করেছে দল। বিজেপির জেলা সভাপতির তালিকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। অনভিজ্ঞদের দায়িত্ব পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন 'বিক্ষুব্ধ' নেতারা।