Teachers Day 2024 : RG কর ঘটনার প্রতিবাদ, শিক্ষক দিবস বয়কট, সোশ্যাল মিডিয়ায় পোস্ট শিক্ষকদের

Updated : Sep 04, 2024 17:31
|
Editorji News Desk

জীবনের চলার পথে প্রত্যেকের মাথায় একজন গুরু বা শিক্ষকের হাত থাকা প্রয়োজন । যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান, যাঁর হাত ধরে একটু একটু করে জীবনের রাজপথ ধরে হাঁটতে শেখা, যে কোনও প্রতিকূলতায় যাঁর কথা শক্তি জোগায়, সেই মানুষটা বাবা-মা, দাদা, শিক্ষক...যে কেউ হতে পারে । শিক্ষকদের শ্রদ্ধা জানাতে গোটা একটা দিন পালন করা হয় দেশে ।  ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় ভারতে । এদিন, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনেরও জন্মবার্ষিকীও । দেশের সর্বস্তরের মানুষের শিক্ষার প্রসারে তাঁর অবদানের কথা মাথায় রেখে এদিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় । 

তবে, চলতি বছরের শিক্ষক দিবস একটু যেন ফিকে বাংলার মানুষের কাছে । আর জি কর কলেজ ও হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় বঙ্গবাসীর মন ভারাক্রান্ত । বিচার চাইছেন সকলে । আন্দোলন আরও উত্তোরত্তর বাড়ছে । দোষীর কড়া শাস্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন থামবে না । রাজপথে গর্জে উঠছে হাজার হাজার কণ্ঠ । কখনও রোদ্দুরে তেঁতেপুড়ে, কখনও বৃষ্টিতে ভিজে চলছে প্রতিবাদ । আর জি করের ঘটনার প্রতিবাদে এবার অনেকেই শিক্ষক দিবস পালন করছেন না । 
সোশ্যাল মিডিয়া খুললেই ভরে গিয়েছে একাধিক পোস্টে । যেখানে রাজ্যের শিক্ষকরা জানাচ্ছেন, এবার শিক্ষক দিবসের সমস্ত অনুষ্ঠান থেকে বিরত রাখছেন নিজেদের । ছাত্রছাত্রীদের কাছে শিক্ষক দিবস না পালন করার অনুরোধ জানিয়েছেন তাঁরা ।

অঞ্জন ঘোষ নামে এক শিক্ষক লিখেছেন,'এবছর শিক্ষক দিবস পালিত হবে,তবে কোনও আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে নয়। শুভেচ্ছা সকলেই জানাতে পার । কেক,বেলুন,ঘর সাজানো এগুলো থেকে বিরত থাকতে হবে।' বরং ঘরোয়া পরিসরে গান,কবিতা আবৃত্তির মাধ্যমে প্রতিবাদ করার অনুরোধ করেছেন তিনি । 

অরিজিৎ ভট্টাচার্য লিখেছেন, শিক্ষক দিবসে এবছর যেন তাঁকে কেউ শুভেচ্ছা না জানায় । এই ভয়াবহ যন্ত্রণার সময় তিনি সমস্ত অনুষ্ঠান থেকে বিরত থাকতে চান । 

তাপস কুমার পাল বলে এক শিক্ষক লিখেছেন, ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে যেন কোনও ছাত্রছাত্রী তাঁর বাড়িতে না আসে । তিনি কোনও অনুষ্ঠানেও থাকবেন না । পিন্টু পোদ্দারের কথায়,  যতদিন না আর জি করের বিচার হচ্ছে, ততদিন পর্যন্ত কোনও পরিস্থিতিতেই শিক্ষক দিবস পালন করবেন না । এ বছরের জন্য শিক্ষক দিবস বয়কট করছেন রাজ্যের শিক্ষকরা । 

স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, সরকারি ভাবে পড়ুয়াদের সংবর্ধনা এবং শিক্ষক দিবসের অনুষ্ঠান এবার স্থগিত রাখা হচ্ছে । তবে, স্কুলগুলিতে পালন হবে শিক্ষক দিবস । তবে, এবারের অনুষ্ঠান একটু অন্যরকম করতে চাইছে স্কুলগুলি। স্কুলের পড়ুয়ারা ওই দিন কালো ব্যাজ পরে আসবে। ছোট ছোট অনুষ্ঠান করে সমাজ সচেতনতার বার্তা দেবেন পড়ুয়ারা।

Teachers Day

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি