পুত্র সন্তানের জন্ম দিল ১৩ বছরের কিশোরী। বৃহস্পতিবার মধ্য কলকাতার এক হাসপাতালে মা হয়েছে ওই নাবালিকা। ঘটনায় সন্দেহ হওয়ায় ইতিমধ্যেই বিষয়টি থানায় জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাভাবিকের তুলনায় শিশুটি বেশ খানিকটা দুর্বল। তাই সদ্যজাতিদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে শিশুটিকে। সুস্থ রয়েছে নাবালিকা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বাবা ও মা দিল্লিতে থাকেন। বাবা গ্রিল কারখানায় কাজ করেন। মা পরিচারিকার কাজ করেন। সেও বাবা মায়ের সঙ্গে দিল্লিতেই থাকত। এই নভেম্বরেরই ১৩ বছর বয়সে পা দিয়েছে ওই কিশোরী।
কিন্তু এত অল্প বয়সে ওই কিশোরী মা হল কীভাবে?
জিজ্ঞাসাবাদ করতে জানা যায়, দিল্লি থেকে পুজোর সময় কলকাতায় আসে ওই নাবালিকা। শহরে এসেই অসুস্থ হয়ে পড়ে। শুরু হয় পেটে ব্যথা। চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় সে অন্তঃসত্ত্বা।
নাবালিকার দিদা জানিয়েছেন, চিকিৎসকের কথা শোনার পরেই নাবালিকাকে জিজ্ঞেস করা হয়। জানা যায়, পরিচিত একজন বাড়িতে আসতেন। তিনি ভয় দেখিয়ে কিছু করেছেন। কিন্তু সত্যি জানার পরেও এই বিষয়ে লজ্জায় আর ভয়ে অভিযোগ করেননি তাঁরা।