টেলি-অভিনেত্রী পল্লবী দে'র (Pallavi Dey Death Mytery) মৃত্যুর পর তিনিই লিখেছেন ‘মানে, কী এ সব! মেনে নিতে পারলাম না’। এখনও ফেসবুকে জ্বলজ্বল করছে তাঁর সেই পোস্ট। কিন্তু এবার পল্লবীর মতোই নিজেও চলে গেলেন না ফেরার দেশে। টেলি-অভিনেত্রী পল্লবী দে মৃত্যুরহস্যের ক্ষত শুকোতে শুকোতেই এবার আরেক টেলি-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের দেহ উদ্ধার হল নাগেরবাজারে (Bidisha De Majumder Death Mystery)।
পল্লবীর মৃত্যুর পরেই ফেসবুকে তাঁর ছবি শেয়ার করে পোস্ট করেছিলেন বিদিশা (Bidisha De Majumder)। তাতে তিনি লিখেছিলেন, ‘মেনে নিতে পারলাম না’। ওই ঘটনার ১৫ দিনের মধ্যেই নাগেরবাজারের ফ্ল্যাট থেকে বিদিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই বিদিশার দেহ ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন- Actress Bidisha Dey Majumder's Death: পল্লবীর পর রহস্যমৃত্যু অভিনেত্রী বিদিশা দে মজুমদারের
২১ বছর বয়সি মডেল বিদিশা আত্মহত্যা করেছেন না কি তাঁর মৃ্ত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে নাগেরবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে বিদিশার দেহ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বিদিশার দেহের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোটও।