আবাসনের ঘর থেকে উদ্ধার অভিনেত্রীর ঝুলন্ত মৃতদেহ। গড়ফার গাঙ্গুলি বাগান এলাকার আবাসন থেকে রবিবার সকালে টেলিভিশন অভিনেত্রী পল্লবী দের (Pallavi Dey) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। 'আমি সিরাজের বেগম' (Ami Sirajer Begum) ধারাবাহিকে 'লুৎফা'-র চরিত্রে দেখা যায় তাঁকে।
বর্তমানে 'মন মানে না' ধারাবাহিকে মুখ্য চরিত্রে ছিলেন পল্লবী। 'আমি সিরাজের বেগম' ধারাবাহিকের আগে তাঁকে দেখা গিয়েছিল 'রেশম ঝাঁপি' ধারাবাহিকেও। সেখানেও মুখ্য ভূমিকায় ছিলেন পল্লবী। গড়ফা থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: ভাঙা পড়বে বউবাজারের ক্ষতিগ্রস্ত বাড়ি, শনিবার থেকেই ঘর ছাড়ার প্রস্তুতি শুরু
হাওড়ার রামরাজাতলার বাসিন্দা অভিনেত্রী পল্লবী। প্রেমিকে সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে লিভ-ইনে থাকতেন গড়ফার আবাসনে। গত ২৭ এপ্রিলই ওই আবাসনে উঠেছিলেন তাঁরা। অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই সাগ্নিককে জেরা করছে পুলিশ।